ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের বহদ্দারহাট চাঁন্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটার সংলগ্ন শিশু পার্কটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক স্মৃতি সমৃদ্ধ পার্ক। এর সাথে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতি। বিগত আওয়ামী লীগের অবৈধ সরকারের আমলে এই পার্কের ইজারা দেয়া হয়েছিল চট্টগ্রামের চাঁদাবাজ সন্ত্রাসী বিনা ভোটের নির্বাচনের ভুমি দস্যু এমপি মহিউদ্দিন বাচ্চুর ছোট ভাই হেলাল উদ্দিনের নামে। নামেমাত্র মূল্যে বিনাভোটের সাবেক পলাতক মেয়র রেজাউল করিম চৌধুরী এইটি ইজারা প্রদান করে। মানুষের চিত্তবিনোদনের জায়গাতেও যখন রাজনৈতিক প্রভাব থাকে তখন ওই প্রভাবশালীরা পালালেও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতিই সাধন করে গেছেন।
আরও পড়ুন:কৃষি জমেিত খাল খনন বন্দরের দাবিতে ৫ শতাধীক কৃষকের মানববন্ধন
পার্কটিতে সরজমিন ঘুরে দেখা যায় বাচ্চাদের দোলনা একটাও অবশিষ্ট নেই, কাউন্টারের সুইচ বোর্ড সহ খুলে নিয়ে গেছে। চোরের পেটে ক্ষুধা বেশি। বাম্পার কার একটাও অবশিষ্ট নাই , সবগুলোর মটর, প্রয়োজনীয় পার্টস খুলে বিক্রি শেষ।বাউন্ডারির গ্রিল খুলে নিয়ে গেছে চোরের দল। বাথরুমের থাই গ্লাসের জানালা সহ নিয়ে চলে গেছে।স্থানীয় চাঁদগাও আবাসিকের একজন বাসিন্দা দিদারুল ইসলাম ইমরান এই প্রতিবেদকে জানান একজনই এখান থেকে ৪লক্ষ টাকার মালপত্র বিক্রি করে খেয়েছে বাকিদের হিসাব বাদই দিলাম। প্রতিদিন রাতে গ্রাম সিএনজি নিয়ে আসে এরা। সাপোর্টে থাকে পাড়ার কিছু ছেলেপেলে। প্রশাসনের কোন নজরদারি না থাকার কারণে জনগণের সম্পদ এইভাবে হরি লুট হচ্ছে । এই স্থাপনাটিতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এবং স্মৃতি দুটি জড়িত।যেহেতু এই জায়গাটির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের,চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমান মেয়র ডা.শাহাদাত হোসেন অন্যান্য পার্কের মত শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এই পার্কটি সংস্কারের বিষয়ে যথাযথ ভুমিকা রাখলে। অচিরেই হারানো জৌলুস ফিরে পাবে এই পার্কটি।