Homeজেলামাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি

মাগুরায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২৭ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মিনা মাহমুদা, ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ২৭ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার।

এর মধ্যে ৫ জন নারী, রয়েছেন। এ ছাড়া ৩ জনকে ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করেন। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ১২০ টাকায় চাকরি পেয়ে কান্নায় একে অপরকে জড়িয়ে ধরেন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা।


আরও পড়ুন:ক্ষমতা নেওয়ার পর কোন পথে হাঁটছে তালেবান সরকার?


এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য স্বচ্ছভাবে মাগুরা ২ ৭ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে তারা সৎভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুজ্জামান জিল্লু , ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান , ডিএসবি কুষ্টিয়া, ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ খবর