Homeজেলা‘বাবাকে না পেয়ে গ্রেপ্তার করা’ সেই ছেলে জামিনে মুক্ত

‘বাবাকে না পেয়ে গ্রেপ্তার করা’ সেই ছেলে জামিনে মুক্ত

কক্সবাজারের টেকনাফে ‘বাবাকে না পেয়ে অস্ত্রসহ কিশোর ছেলেকে গ্রেপ্তারের’ আলোচিত ঘটনায় সেই কিশোরকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ ইউনুছ।

জামিন পাওয়া ওই কিশোর তৌসিফুল করিম রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা জনপ্রতিনিধি এবং উপজেলা যুবলীগের সদস্য।

আইনজীবী মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানীতে বাদী-বিবাদী উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচী বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন।

এদিকে পুলিশের অভিযানে যুবলীগ নেতাকে না পেয়ে তার কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে অভিযোগে বুধবার হাই কোর্টে আইন ও শালিস কেন্দ্রের পক্ষে একটি রিট আবেদন করা হয়।

এ নিয়ে পিপি ইউনুছ বলেন, আদালতে ওই রিট আবেদন আমলে নিয়েছেন। পরে শুনানিতে স্কুলছাত্রের জামিন এবং টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আদালতে সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাপারে নিজের আইনগত অবস্থানের বক্তব্য উপস্থাপনের আদেশ দিয়েছেন।

গত ২৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছিলেন, ২৬ নভেম্বর ভোর ৪টার দিকে এই অভিযান চালানো হয়। সেই সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রংয়ের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং ৪০টি নীল রংয়ের কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

কিন্তু এ নিয়ে স্কুলছাত্র পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তার বাবার রাজনৈতিক ও নির্বাচনি প্রতিপক্ষের যোগসাজশে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তারের নাটক সাজিয়েছে। মূলত রাজনৈতিক উদ্দেশে বাড়িতে বাবাকে না পেয়ে ওই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

সর্বশেষ খবর