Homeবিনোদনশুভ্র সাদায় উত্তাপ ছড়ালেন রুনা খান

শুভ্র সাদায় উত্তাপ ছড়ালেন রুনা খান

বয়স তার ৪১, কিন্তু এখনো একুশ বছরের তরুনীর মতোই লাবন্য তার রুপে। রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। যত দিন যাচ্ছে, নিজেকে গ্ল্যামার কুইন হিসেবেই প্রতিষ্ঠিত করছেন। বলছিলাম অভিনেত্রী রুনা খানের কথা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। নিয়মিত নিজের ছবি-ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নতুন কিছু ছবি শেয়ার করে উত্তাপ ছড়ালেন রুনা। যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কভারের সাদা কন্যা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি।

সর্বশেষ খবর