Homeবাংলাদেশজুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান

জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান (বৃহস্পতিবার) ০৫ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত জামসেদ আলম রানা, জেলা সমাজ সেবা অধিদপ্তর উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক এমরান হোসেন, সারোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন:বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদরের সহ-সভাপতি হলেন মোঃ শরাফত হোসেন।

এসময় নিহত ১৬ শহীদ পরিবারের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার এবং আহত ২৫৮ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট শহীদ পরিবার ও আহতদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার চেক তুলে দেন অতিথিবৃন্দ। এর মধ্যে আহত ১০৪ জনকে সমাজ সেবার মাধ্যমে বাকীদের পৌরসভা ও জেলা প্রশাসনের মাধ্যমে অনুদান প্রদান করা হয়।

সর্বশেষ খবর