Homeজাতীয়ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় শহরের খেজুরতলা কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসসড়ক প্রদক্ষিণ করে। এর পর দলীয় কার্যালেয়র সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচরী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে। কিন্তু দেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই। তার সাথে ভারত সরকার যুক্ত হয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভারতের হিন্দুত্ববাদীরা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে দুই দেশেই সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর, সিনিয়র যুগ্ম সা: সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজার রহমান নিলু, মোয়াজ্জেম হোসেন, জাহিদুল ইসলাম টুলু, জিএম মোস্তফা, আফতাব হোসেন তালুকদার, কায়কোবাদ, কৃষকদল নেতা নুরুল ইসলাম নূর, রাজু আহমেদ, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, জাকারিয়া মাসুদ, সবাইদুল ইসলাম, শাহাবুল করীম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর