লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
পরিচয়ঃ
পরিচালক, গীতিকার ও চিত্রনাট্যকার দেওয়ান নজরুল ১৯৫০ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্ম গ্রহণ করেন।পিতা দেওয়ান সাব্বির হোসেন মাতা মোসা শরিফা খাতুন। তিনি ১৯৮৩ সালে শাহিনা নজরুলকে বিয়ে করেন।
পত্রিকার সম্পাদনাঃ
দেওয়ান নজরুল ১৯৬৯ সালের সিরাজগঞ্জ থেকে ঢাকায় চলে আসেন। ঢাকায় তিনি প্রথমে দৈনিক স্বদেশ পত্রিকায় কাজ শুরু করেন।পরবর্তী সময়ে তিনি এই পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব লাভ করেন।
সহকারী পরিচালকঃ
১৯৪৭ সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এবনে মিজান পরিচালিত ডাকু মনসুর, দুই রাজকুমার, নিশান, এক মুঠো ভাত, জিঘাংসা, বাহাদুর, চলচ্চিত্রের সহকারী পরিচালক ও গীতিকার হিসেবে কাজ করেন।
প্রথম চলচ্চিত্রঃ
দেওয়ান নজরুল পরিচালিত প্রথম চলচ্চিত্র আসামি হাজির এরপর তিনি ১৯৭৬ সালে দোস্ত দুশমন চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করেন। চলচ্চিত্রটি ১৯৭৭ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি অভূতপূর্ব সফলতা অর্জন করে। দর্শক নন্দিত ও সর্বমহলে প্রশংসিত হয়। দেওয়ান নজরুল পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন।
ভিলেন জসিমঃ
দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রে নায়ক জসিম প্রথম খল চরিত্রে অভিনয় করেন।দারুন জনপ্রিয়তা লাভ করে চলচ্চিত্রটি। এ ছবি সফলতার পরবর্তীতে জসিম অ্যাকশন হিরো হিসেবে ঢাকায় চলচ্চিত্রে স্থায়ী আসন লাভ করে।এই চলচ্চিত্রে পশ্চিমা ধারার মারামারি বাংলাদেশে প্রথম সফলভাবে চিত্রাইত হয়েছিল।
পত্রিকায় লেখাঃ
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত যমুনা পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে কবি দেওয়ার নজরুলের লেখা লেখি জীবন শুরু হয়। এরপর তিনি বহু সাহিত্য,কবিতা ও সংগীত রচনা করেন।
আরও পড়ুন:ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুল ছাত্র গ্রেফতার
সাহিত্যকর্মঃ
কাব্য “এক পৃথিবী ভালোবাসা, উপন্যাস “মন খুশি” শিশু কাব্য “হ থেকে হঠাৎ” কথা,গান,কবিতা” এই রকম অনেক জনপ্রিয় কাব্য উপন্যাস ও শিশুতোষ বই লিখেছেন দেওয়ার নজরুল ইসলাম।
জনপ্রিয় চলচ্চিত্রঃ
দোস্ত দুশমন ১৯৭৭ বারুদ ১৯৭৮ আসামি হাজির ১৯৮৯ জনি ১৯৮৩ কোরবানি, ধর্ম আমার মা, ১৯৮৬ আসমান জমিন, মাটির দুর্গ, নিন্জা, মাস্তান রাজা, কালিয়া ১৯৯৩ বাংলার নায়ক,সুজন বন্ধু, দোযখ ২০১৫ ইত্যাদি চলচ্চিত্র গুলো পরিচালনা করেন।
পুরস্কার ও সম্মাননাঃ
বাচসাস পুরস্কার, আজীবন সম্মাননা পুরুষ্কার, আর টিভি পুরস্কার, কে তুমি চলচ্চিত্রের গানের জন্য শ্রেষ্ঠ পুরস্কার সহ বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু পুরস্কার অর্জন করেন।
তার লেখা জনপ্রিয় গানঃ
(১) চুপি চুপি বল কেউ জেনে যাবে জেনে যাবে কেউ।
(২) চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে।
(৩) রুপে আমার আগুন জলে যৌবন ভরা রংগে প্রেমে।
(৪) ও সাগর কন্যা রে কাঁচা সোনা গায় তোর রূপের।
(৫) আজকে না হয় ভালোবাসা আর কোনদিন নয়।
(৬) পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন।
(৭) দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর আগামীকাল।
(৮) নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক।
(৯) বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবন।
(১০) এত রূপের বড়াই করিস না তো রূপ চিরদিন থা৷
(১১) এক চোর যায় চুরি করে এক চোর জায় চুরি।
(১২) তুমি তো এখন আমারই কথায় ভাবছো দুটি
(১৩) ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগেনা আমার।
(১৪) মোর স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর।
(১৫) এক ছেলে আজ খুন করেছে একটি মেয়ের।