রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সহজ শর্তে কৃষি ঋণ, বদলে যাবে সবার দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী এ কৃষি ঋণ মেলার আয়োজন করে। মেলায় কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক সহ ৬টি স্টল বসে। মেলা থেকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের প্রায় ২ কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হয়।
সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আরও পড়ুন:কিশোরগঞ্জে প্রধান সেচ খাল সংস্কারে অনিয়ম ও কারচুপির অভিযোগ
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আবুল কাশেম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডিজিএম ওলিউজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয় নওগাঁর ডিজিএম রুহুল আমীন।