Homeজেলাশেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

শেরপুর, (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। তিন সদস্যের তদন্ত টিম আজ বুধবার (৪ নভেম্বর) এই তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর তারিখে ওই ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য তাঁদের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন।

এই তদন্ত টিমের প্রধান করা হয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আবদুল মজিদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম অথবা তাঁর প্রতিনিধি।

অভিযোগ দেওয়ার দুই মাস পর আজ প্রকাশ্যে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ চত্বরে এই তদন্তের কার্যক্রম শুরু করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য বৃন্দসহ কর্মরতরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে এনিয়ে দেওয়া লিখিত অভিযোগ সূত্র মতে জানা যায়, ২০২১- ২২ ইং অর্থবছর থেকে ২০২৩- ২৪ অর্থবছর পর্যন্ত ভূমি হস্তান্তর করের ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা ও গত তিন বছরের বসতবাড়ির হোল্ডিং ট্যাক্স ও ব্যবসা-বাণিজ্য ট্যাক্সের অন্তত ৫০ লাখ টাকার হাতিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ নিয়ে লিখিত অভিযোগ প্রদানকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের মধ্যে জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের ইউপি চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তাদ্বয় গত তিন অর্থবছরে তাদের পরিষদের নামের ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৮০০ টাকার দুর্নীতি করে হাতিয়ে নিয়েছে। তিনিসহ ওয়ার্ডের ৮ জন ইউপি সদস্য এনিয়ে চেয়ারম্যানের কাছে দুর্নীতি বন্ধ ও টাকার হিসাব দেওয়ার জন্য আবেদন করেও কোনো প্রতিকার পান নেই। বরং উল্টো তাঁদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে।

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং সাবেক ইউপি প্রশাসনিক কর্মকর্তা যোগসাজশ উল্লেখিত টাকা আত্মসাৎ এর লক্ষ্যেই ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে তাঁদেরকে সম্পৃক্ত করেনি। তিনি বলেন, কাগজে- কলমে প্রকল্প দেখানো হলেও বাস্তবে এধরনের প্রকল্প বাস্তবায়ন হয়নি।

এ নিয়ে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।

ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে আজ বুধবার বিকেলে তদন্ত শেষে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল মজিদ বলেন, এনিয়ে তদন্তের কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে আজ বুধবার প্রথম দিনে ওই ইউপির ৮ সদস্য লিখিতভাবে তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেছে। তদন্ত আরো চলবে। তদন্ত শেষ হওয়ার পর সঠিক প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও ) কাছে হস্তান্তর করা হবে। প্রকল্প নিয়ে কোনো দুর্নীতি পাওয়া গেলে তার প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সর্বশেষ খবর