Homeজেলাকুড়িগ্রামে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতির পুত্র সবুজ গ্রেফতার

কুড়িগ্রামে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতির পুত্র সবুজ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে রংপুর র্যাব -১৩।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সবুজ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলীর কনিষ্ঠ পুত্র।

জানা গেছে, আশিক হত্যার ঘটনায় জেলার তিন সাংবাদিক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামীলীগের ১০৪ জন নেতাকর্মীর নামে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় শিক্ষার্থীর ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামী করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলাটি করেন। রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার গ্রামের বাসিন্দা।

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যাথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামি গ্রেফতারকৃত সবুজ। তাকে রংপুর থেকে গ্রেফতার করে যার্ব। রাতেই আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

সর্বশেষ খবর