Homeজেলানাগেশ্বরীতে অবহেলিত এক বিদ্যালয়ের করুন অবস্থা

নাগেশ্বরীতে অবহেলিত এক বিদ্যালয়ের করুন অবস্থা

ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি।।

কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলা ও নাগেশ্বরী পৌরসভার অন্তর্গত ০৪ নং ওয়ার্ডে অবস্থিত সমাজ কল্যাণ বালিকা একাডেমীটি প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও সরকারি অনুদান না পাওয়ায় উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে।

সরেজমিন গিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাবা মোছাঃ বিলকিস আরা খানম ও সহকারি শিক্ষকগণের সাথে কথা বলে জানা যায় ০১/০১/২০০০ সালে এলাকার শিক্ষা বঞ্চিত নারীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে নিম্ন মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হয় পরে ২০০৬ সালে মাধ্যমিক অর্থাৎ নবম-দশম শ্রেনী অনুমোদন পায় ও ২০০৮ সাল থেকে সুনামের সহিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে আসছে এবং বেশ কয়েক বছর পাশের হার শতভাগ ছিল, যদিও এখন পর্যন্ত মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হয়নি। মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত না হওয়ায় বেশ কয়েকজন শিক্ষক প্রায় ২০ বছর যাবৎ মানবেতর জীবন যাপন করে আসছেন বলে উপস্থিত শিক্ষকগন জানান। ভালো ও গুনগত মানের শিক্ষার জন্য বিদ্যালয়ে ভালো বা উন্নত অবকাঠামো থাকা অতিব জরুরী।

এছাড়াও বিগত ২৫ বছরে সরকারের কোনোরুপ অনুদান বা সহযোগীতা না পাওয়ায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন বলতে তেমন কিছু হয়নি। প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকগন জানান সাত আট বছর আগে সকল শিক্ষকগণ এক মাসের বেতন ছেরে দিয়ে প্রতিষ্ঠানে একটি আধাপাকা টিনসেড ভবন নির্মান করেন, সেটিরও দেয়াল প্লাস্টার না থাকায় এখন জরাজীর্ণ অবস্থা। অন্যদিকে একটি টিনের তৈরী ভবন থাকলেও সেটার অবস্থা আরো খারাপ, সেখানে বসে শ্রেনী পাঠদান করা বা দেয়া শিক্ষার্থী বা শিক্ষকগনের জন্য অত্যন্ত দুরহ ব্যাপার। গত ২৫ বছরে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র বা সরকারের সংশ্লিষ্ঠ দপ্তর বিদ্যালয়টির উন্নয়নে এগিয়ে না আসায় এবং প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় ও আধুনিক অবকাঠামো না থাকায় এবং শ্রেনীকক্ষের অবস্থা জরাজীর্ন হওয়ায় দিনদিন শিক্ষার্থীর সংখ্যা কমছে বা শিক্ষার্থীরা উল্লেখিত প্রতিষ্ঠানে আসতে অনাগ্রহী হচ্ছে।

এমন অবস্থায় প্রধান শিক্ষক সহ অন্য সকল শিক্ষক ও স্থানীয়দের দাবী দ্রুতই যেনো সরকারের সংশ্লিষ্ঠ দপ্তর সমাজ কল্যাণ বালিকা একাডেমী’র সার্বিক অবস্থা বিবেচনা করে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা করে বিদ্যালয়টিতে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করে যাতে শিক্ষার্থীরা সুন্দর ও পরিচ্ছন্ন শ্রেনীকক্ষে বসে শ্রেনীপাঠদান গ্রহন করে সুশিক্ষা অর্জন করতে পারে।

সর্বশেষ খবর