রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাণীনগর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিএনপির মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিএনপির মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:রাণীনগরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা
নাহিদ আক্তার নয়নের সভাপতিত্বে ও মশিউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আল-ফারক জেমস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাজশাহী কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা প্রমুখ।