জাহিদ খান ( ষ্টাফ রিপোর্টার )
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় উপজেলার ধুলাউরি গ্রামের স্লুইসগেট এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চেংটাপাড়া এলাকার মোঃ হানিফ মিয়া (২৮) ও একই এলাকার মোঃ রুকুনুজ্জামান (১৯) মাদক ব্যবসায়ী দুজন কে ৩১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী:- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রাজীবপুর থানা ইনচার্জ মো: আশরাফুল ইসলাম সাহেব এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান আটককৃত দুজন কে আগামীকাল কুড়িগ্রাম কোর্ট হাজতে প্রেরণ করা হবে।তিনি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও অবহিত করেন।