Homeজেলামাগুরায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

মাগুরায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর উপজেলায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর ) সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে চত্বরে, সুপার হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ দিয়েছেন ২৬,৩০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।


আরও পড়ুন:লক্ষ্মীপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত


উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর উপজেলার কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষি ও কৃষক দেশের প্রাণ। কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহযোগিতা করছে। আশা করছি, উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন এবং কৃষিতে ভূমিকা রাখবেন।

সর্বশেষ খবর