মিকাইল হোসাইন,পাবিপ্রবি প্রতিনিধি।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চাকুরীপ্রত্যাশী শিক্ষার্থীদের সংগঠন পাস্ট বিসিএস জব হান্টার্স এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাকফুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
কমিটির আরও দায়িত্বপ্রাপ্তরা হলেন:সহ-সভাপতি: শাহিন মঞ্জুরদার পাভেল, তামিম হোসেন, মায়া শাপলা খাতুন,সহ-সম্পাদক: রনি আহমেদ, মো. চানু হোসেন, সানজিদা ইয়াসমিন,অর্থ সম্পাদক: বাপন কুষ্ট,সহ-অর্থ সম্পাদক: মোসা. মারিয়া খাতুন।
সংগঠনটির সভাপতি মো: মাকফুর রহমান বলেন,”বয়স যখন ২৩-২৪ এই বয়সে কেউ আর আগের মতো হাসে না। মাঝে মাঝে মুখের কোণে ঘন মেঘের আড়ালে থাকা বাঁকা চাদের মতো এক ধরনের হাসি উঁকি দিলেও পরে তা আবার মেঘের আড়ালে চলে যায়। সবার হাসি কেড়ে নেয় একটা চিন্তা, ক্যারিয়ার! বিভিন্ন সেমিস্টারে বার বার ড্রপ খাওয়া বেখেয়ালি ছেলেটিও এ সময় ক্যারিয়ার নিয়ে ভাবে। কিন্তু তার মনে হয় সামনের সমস্তকিছু তমানিশার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। নিজেকে সে মনে করে হীমশীতল রাত্রে ঝড়ে কবলিত পথহারা জাহাজের নাবিক। ঠাঁই পায় না কোথাও। হঠাৎ করে তার চেতনা হয়, ঘোর কাটতেই দেখতে পায় মায়ের ফোন। ফোন ধরতেই মা বলে, ” খোকা! তোর পড়ালেখা কি শেষ হলো? কবে চাকরি পাবি? মায়ের কথা শুনে চোখজোড়া ঝাঁপশা হয়ে আসে। বাবা অসুস্থ। চাকরি পেলে বাবকে শহরে নিয়ে গিয়ে ভালো একজন ডাক্তার দেখাবে। ছোট বোনটারও বিয়ের বয়স হয়ে গেছে। কোনকিছু বুঝে ওঠার আগেই জীবনে নেমে আসে একের পর এক দায়িত্ব। কিন্তু ছেলেটি স্বপ্ন দেখে। মনে মনে বলে আমাকে পারতে হবে। হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকে আর অপেক্ষা করে রাতের নিকষ কালো অন্ধকার ভেদ করা এক সোনালী ঊষার।
বাস্তবতা অনেক কঠিন। অনার্স পাস করে আমরা যখন ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করি, সেই সময় আমাদের বর্ষের একটা ছেলের বি,সি,এস এর সিলেবাস পড়া শেষ। কেননা সে বিশ্বিবদ্যালয়ে পড়াকালীন ৪-৫ বছরে ধরে তিলে তিলে নিজেকে তৈরি করে। তাই আমাদের পাস্ট বিসিএস জব হান্টার্স ছাত্র-ছাত্রীদেরকে ১ম বর্ষ থেকে বিসিএস এর সার্বিক প্রস্তুতির জন্য পাশে থেকে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বলেন,”আসলে এরকম ক্যারিয়ারমুখী যুগোপযোগী সংগঠনে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আশা রাখছি সুদূর ভবিষ্যতে, “পাস্ট বিসিএস জব হান্টার ” আরো বেশি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিবে।এমনকি সেইসাথে এখান থেকেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আগামীতে যেকোনো প্রতিযোগিতামুলক পরিক্ষায় ভালো করার প্রবল সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পাস্ট বিসিএস জব হান্টার্স প্রতি সপ্তাহে সাপ্তাহিক মডেল পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়িয়ে তুলছে। নতুন কমিটির এই যাত্রা শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।