রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা-পড়ার ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। কোরবান বাকপ্রতিবন্ধি ছিলেন।
নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টার দিকে বাকপ্রতিবন্ধি চাচা কোরবান তার মেয়ে কুহিলিকে সঙ্গে করে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনের উপর বাবা-মেয়ের দ্বিখন্ডিত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
তিনি জানান, স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারনা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করতে পারে।
আরও পড়ুন:কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক কৃষকের মাঝে সবজির চারা বিতরণ
ঘটনার খবর নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।