হিরা বেগম জানান,আমি অন্যের ৪৮ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। বর্তমানে ধান পেকে গেছে, ধানকাটা শ্রমিকের মজুরি বেশী এবং শ্রমিক সংকট দেখা দেওয়ায় ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ আলীকে জানালে তারা আমার ধান বিনামুল্যে কেটে দিয়েছে।
উপজেলা আনছার-ভিডিপির প্রশিক্ষক মমিনুল ইসলাম মমিন জানান,অসহায় মানুষের পাশে দাড়াতে পাড়া অনেক গর্বের বিষয়। আনছার-ভিডিপি সর্বদাই দেশ ও দেশের প্রান্তিক জনগনের জন্য কাজ করে।