Homeঅভিযোগমাগুরায় দোকানের চাল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

মাগুরায় দোকানের চাল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জেলা প্রতিনিধি

মাগুরায় এক মুদি দোকান থেকে চাউল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।গত ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার ২নং ওয়ার্ডের পাথরা বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে।মুদি দোকান ব্যবসায়ী লিয়াকত আলী খান বলেন,মঙ্গলবার সন্ধ্যায় রিপন,সোহেল সহ কয়েকজন লোক আমার দোকানে এসে আমাকে মারপিট করে দোকান থেকে ৩২ বস্তা চাউল ও নগদ ৮লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এই টাকা গুলো আমি আমার নিজের ১৯.৫ শতাংশ জমি ২৫ নভেম্বর বিক্রি করে এনেছিলাম।এবিষয়ে আমি আমার গ্রামের লোকজনের সাথে কথা বলেছি,তারা মিমাংসা করে দিতে চেয়েছে বলে আমি থানায় মামলা করিনি।

এবিষয়ে গ্রামবাসী আলাউদ্দীনসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানাগেছে,তাদের সামনেই এই চাউল গুলো নেওয়া হয়েছে,টাকা ব্যাগে বা অন্যকিছু থাকলে সেটা বাহির থেকে বোঝা যায় না,তাই টাকা লুটপাট হয়েছে কিনা সেটা আমার নিশ্চিত বলতে পরবো না।এ ব্যাপারে লিয়াকত আলীর মেঝে ভাই মো: শওকত আলী খান বলেন,২৫ তারিখে লিয়াকত আমাদের কাছে জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা নিয়েছে,আমি জানতে পেরেছি আমার ভাগ্নে রিপন ও ভাতিজা সোহেলসহ কয়েকজন আমার ছোট ভাই লিয়াকতের দোকান থেকে চাউল আর তার সেই জমি বিক্রির টাকা লুটপাট করে নিয়ে গেছে।


আরও পড়ুন:কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


এবিষয়ে রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,যে জমিটা আমার ছোট মামা লিয়াকত মেঝো মামা শওকতকে লিখে দিয়েছে ঐ জমি নিয়ে আমার দুই মামাদের মধ্যে মামলা চলছিলো,মামলা টা শেষের দিকে চলে আসছিলো,যেকোনো সময় রায় হতো,মেঝো মামা শওকত মামলায় হেরে যাবে বিধায় সামান্য কিছু টাকা দিয়ে ছোট মামা লিয়াকতের কাছ থেকে জমিটা লিখে নেন।কিন্তু এই মামলার খরচ আমার ছোট মামার সেলিম চালাতো,জমি কিভাবে লিখে দিয়েছে,সেটা জানার জন্য তার বাবাকে বাড়ি যেতে বলে,তিনি বাড়ি যেতে চায়নি বলে,যে ভ্যানে করে চাউল এনেছিলো সেই ভ্যান ধরেই আমাদের সহযোগিতা চাউল গুলো সেলিম-ই নিয়েছে, কোন টাকা পয়সা নেওয়া হয়নি,তিনি নেশা করেন বলে কখন কি করেন,কি বলেন তা তিনি বোঝেন না।

সর্বশেষ খবর