Homeজেলাআত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান ৪ লাখ টাকা জরিমানা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান ৪ লাখ টাকা জরিমানা

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।

জানা গেছে, ১ ডিসেম্বর উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী আত্রাই নদীর উপর নির্মিত হযরত তকি উদ্দিন আল আরাবি সেতুর নিচ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি সঙ্ঘবদ্ধ চক্র। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি স্কেভেটর (ভিকু) মেশিন জব্দ করে। বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালকসহ জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্বাবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনী বিজিবি সদস্যরা। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ লাক টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান।

এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর