লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলার অগ্রণী গন্ধব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা ০১ ডিসেম্বর (রোববার) বিকেলে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাঈন উদ্দিন আব্বাসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ ডায়বেটিস সমিতির মহাসচিব মো: সাইফ উদ্দিন (মানিক)।
সভার শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমী, পরিদর্শক ওমর ফারুক, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবাহী কমিটির সদস্য ও আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খান, সমিতির সহসভাপতি মো: জহির, কোষাধ্যক্ষ আহাদের রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সমিতিকে বিভিন্ন ধরনের পরামর্শ ও আর্থিক সহযোগীতা পাশে থাকায় ৫ জনকে ক্রেষ্ট ও সদস্যদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সমিতির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।