Homeবাংলাদেশচিত্রপরিচালক মমতাজুর রহমান আকবর,জয়পুরহাট।

চিত্রপরিচালক মমতাজুর রহমান আকবর,জয়পুরহাট।

লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
জন্মঃ
১৯৫৭ সালের ৩১ জুলাই। গ্রাম হাস্থা বসন্তপুর। থানা আক্কেলপুর। জেলা জয়পুরহাট।পিতা কবির উদ্দিন মন্ডল। মাতা রূপজান বিবি। ভাই ইস্তফা রহমান স্ত্রী মরিয়ম রহমান।মমতাজ রহমান আকবর ১৯৭৮ সালে মরিয়ম রহমানকে বিয়ে করেন। সন্তান অপু মনোয়ার। মিনহাজুর রহমান নয়ন। মাহফুজুর রহমান আপন।

শিক্ষাগত যোগ্যতাঃ
জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজ থেকে তিনি বি,এ
ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলচ্চিত্র পরিচালনার দীক্ষা গ্রহণ করেন।

রাজনৈতিক দলঃ
১৯৮০ সালের পূর্বে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।কিন্তু তারও পূর্বে ১৯৭১ সালের রণাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন।

অভিনেতা তৈরিঃ
মমতাজ রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন করেন খল অভিনেতা ডিপজল, নায়িকা সাদিকা পারভিন পপি, কেয়া, রিয়া সেন, সাকিবা, সংগীতা, অন্তরা, আকাশ খান, পুষ্পিতাপপি, এর মত নবীন অভিনেতা গন। তাদের অনেকেই আজ চলচ্চিত্রে অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত। তিনি মান্নাকে নিয়ে বাইশটি এবং ডিপজলকে নিয়ে ২১ টি চলচিত্রে কাজ করেছেন।

তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানঃ
প্যানারোমা মুভির সহকারী প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা “নয়ন আপন প্রোডাকশন, প্রতিষ্ঠাতা “স্টার প্লাস, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা “প্রচেষ্টা” প্রতিষ্ঠাতা “ফার্নিচার ভিলেজ” প্রতিষ্ঠাতা “ড্রামা সার্কেল’।

প্রতিনিধিঃ
মমতাজ রহমান আকবর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রতিনিধি হিসেবে কয়েকটি দেশ ভ্রমন করেন।

সহকারি পরিচালকঃ
বিশিষ্ট পরিচালক মমতাজুর রহমান আকবর সহকারী পরিচালক হিসেবে মোট সতেরটি চলচ্চিত্র পরিচালনা করেন। তন্মধ্যে সান্তাহারের পরিচালক আজিজুর রহমানের সঙ্গে-
ছুটির ঘন্টা ১৯৮০ জনতা এক্সপ্রেস ১৯৮১ মহানগর ১৯৮১ সোনার তরী ১৯৮১ মেহমান ১৯৮৩ মায়ের আঁচল ১৯৮৪ সান।

পরিচালক মতিন রহমানের সঙ্গে-রাধা কৃষ্ণ ১৯৮২ লাল কাজল ১৯৮৩ জীবন ধারা ১৯৮৮ বীরাঙ্গনা ছকিনা ১৯৮৯সন।এছাড়া পরিচালক জিল্লুর রহমানের সঙ্গে মিস ললিতা ১৯৮৫ শুকতারা ১৯৮৮ আসল বন্দি ১৯৮৯ তকদিরের খেলা ১৯৮৯সন।
সাইফুল আজম কাশিমের সঙ্গে দুনিয়াদারি ১৯৮৫ ও নারায়ণ ঘোষ মিতার সঙ্গে – সুখের সংসার ১৯ ৮৯ সন পরিচালনা করেন।

তার পরিচালিত ছবি-
মমতাজ রহমান আকবর নিজে মোট ৭১টি চলচ্চিত্র পরিচালনা করেন যা তাকে ৮০ ও ৯০ দশকের চলচ্চিত্র দর্শকদের কাছে শক্ত আসনে প্রতিষ্ঠিত করে।
ন্যায় যুদ্ধ ১৯৯১ চাকর ১৯৯২ প্রেম দিওয়ানা ১৯৯৩ টাকার পাহাড় ১৯৯৩ ডিস্কো ড্যান্সার ১৯৯৪ বাবার আদেশ ১৯৯৫ বশিরায় ১৯৯৫ বাঘিনী কন্যা ১৯৯৬ কুলি ১৯৯৬ খলনায়ক ১৯৯৬ শয়তান মানুষ ১৯৯৬

আমার মা ১৯৯৭ অন্ধ ভালবাসা ১৯৯৬ শান্ত কেন মাস্তান ১৯৯৮ মনের মত মন ১৯৯৮ লাঠি ১৯৯৯ ভয়ংকর বিশু ১৯৯৯ গুন্ডা নাম্বার ওয়ান ২০০০ ভয়ংকর সন্ত্রাসী ২০০১ কঠিন বাস্তব ২০০১ চেয়ারম্যান ২০০১ রংবাজ মাস্তান ২০০১ এর মত বহু ব্যবসার সফল ছবি মমতাজুর রহমান আকবর বাংলা চলচ্চিত্র দর্শকদের উপহার দেন।

সর্বশেষ খবর