Homeঅপরাধআশুগঞ্জে প্রাইভেটকারসহ গাঁজা বহনকারী ব্যবসায়ী গ্রেপ্তার।

আশুগঞ্জে প্রাইভেটকারসহ গাঁজা বহনকারী ব্যবসায়ী গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬২ কেজি গাঁজাসহ মোঃ জামিল হোসেন-(২৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার(৩০ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন:মান্দায় মাদ্রাসা শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


গ্রেপ্তারকৃত জামিল হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাসী করে ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর