নাজমুস সাকিব, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করেছে। নির্বাচনে ১৯০ ভোট পেয়ে মো. কাজী ইকরামুল হক আলম সভাপতি, ১৭৪ ভোট পেয়ে কাজী আলাউল হক আলো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৭৬ ভোট পেয়ে আব্দুর রশীদ বিশ্বাস সাধারণ সম্পাদক ও ১৮৫ ভোট পেয়ে মো. রিয়াজুল ইসলাম রিয়াজ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মোট ১৭টি পদের মধ্যে ১৭ টিতেই বিজয় অর্জন করেছে বিএনপি-জামায়াত প্যানেল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে কোর্ট বারভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ পদের মধ্যে সভাপতিসহ ১১ পদে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ৬ পদে জামায়াত সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। তবে আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জন করেছে।
অনান্য পদে জয়ী হয়েছেন- আশরাফুল আলম-২ হিসাব নিরীক্ষক, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ সাহিত্য সংস্কৃতি গ্রন্থগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আনোয়ারুল কবির ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, মোর্শেদ ইমাম ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক এবং মো. মোশারফ হোসেন, মো. দবির হোসেন, মো. আবু তালেব, মো. আবু তৈয়ব, মো. শামসুজ্জামান লাকী, মো. আনোয়ারুল বাশার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ ও সরদার মো. মনিরুল ইসলাম মিলটন সদস্য নির্বাচিত হয়েছেন।
এডভোকেট তারিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট পান্না বিশ্বাস ও এডভোকেট রাকিবুল হাসানসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে মোট ৩২০ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি-জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ১৭ জন ও স্বতন্ত্র গণতান্তিক ঐক্য ফ্রন্ট প্যানেলে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।