Homeআন্তর্জাতিকচিন্ময়ের ঘটনায় কলকাতায় বিক্ষোভ, পুলিশ কর্মকর্তাকে মারধর

চিন্ময়ের ঘটনায় কলকাতায় বিক্ষোভ, পুলিশ কর্মকর্তাকে মারধর

বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে হিন্দু মহাসভা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয়ের দিকে যাচ্ছিল হিন্দু মহাসভা।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের কাছাকাছি গেলে বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মূলত গত সোমবার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রেক্ষিতেই বিক্ষোভ বের করে হিন্দু মহাসভা।

সর্বশেষ খবর