Homeজেলাছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী ১৩৪তম বার্ষিক মাহফিল শুরু, আজ প্রথম দিন

ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী ১৩৪তম বার্ষিক মাহফিল শুরু, আজ প্রথম দিন

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও ১৩৪ তম তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন গতকাল বাদ মাগরীব শুরু হয়েছে। আজ মাহফিলের প্রথম দিন। আগামী রবিবার বাদ জোহর হযরত পীর ছাহেব কেবলার তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে।

গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করেন। এরপর কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, মিলাদ-কিয়ামের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের ইফতেতাহ তথা শুরু হয়। এরপর মাদ্রাসার ছাত্রদের আলোচনা, মর্ছিয়া, হামদ-না’ত পরিবেশনের মাধ্যমে মাহফিলের ধারাবাহিক কার্যক্রম চলমান থাকে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।

ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, সুচিকিৎসার ব্যবস্থা, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী।


আরও পড়ুন:নেসকো শনিবার শেরপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে


এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল তেকে মাহফিলে শরীক হওয়ার জন্য লঞ্চ, বাস, ট্রাক, লঞ্চ, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে পথিমধ্যে যাত্রপথে রয়েছেন।

সর্বশেষ খবর