রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নওগাঁর রাণীনগরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্মৃতিচারণ করেন, গণঅভ্যুত্থানে আহত রাণীনগর উপজেলার আকনা গ্রামের বাসিন্দা শিক্ষার্থী মো. জয়নুল আবেদীন।
আরও পড়ুন:ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জের ধরে হামলা, আহত-২
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।
সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।