নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় অনুমতি সাপেক্ষে বসবাসের জন্য দানকৃত সম্পত্তি জোর করে জবরদখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী মৃত লছির উদ্দিন প্রামানিকের ছেলেরা। ঘটনাটি ঘটেছে কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। তথ্যমতে জানা যায়, আর এস খতিয়ান মতে ৫৮২ দাগের সম্পত্তি নাছির উদ্দিন প্রামানিক অনুমতি সাপেক্ষে মৃত লছির উদ্দিন প্রামানিক কে বসবাসের জন্য দান করেন। সেই মোতাবেক লছির উদ্দিন প্রামানিক সেই সম্পত্তিতে বসবাস করে আসছিল। প্রায় ৪০ বছর আগে লছির উদ্দিনের মামাতো ভাই হযরত উল্লাহ প্রামানিক এর বসবাসের জায়গা না থাকায় তাকে বসবাস করার জন্য সেখানে থাকতে দেয়। সেই থেকে হযরত উল্লাহ প্রমাণিক তার পরিবার নিয়ে সেই স্থানে বসবাস করে আসছিল। হযরত উল্লাহ মৃত্যুর পর সেখানে তার ছেলে মজিবর রহমান, হবিবর রহমান, আ: জব্বার, লুৎফর রহমান, আঃ মান্নান বসবাস করছিল। বর্তমানে মৃত হযরত উল্লাহর সকল ছেলেরা অন্য জায়গায় চলে যায়। এবং ওই সম্পত্তি মৃত লছির উদ্দিন প্রামাণিক এর ওয়ারিশ সূত্রে তার ছেলে মোজাম্মেল প্রামানিক, মোকছেদ প্রামানিক ও নওসাদ প্রামানিকদের কাছে হস্তান্তর করে। কিন্তু এরপর থেকে সেই জায়গায় গেলেই বাধা সৃষ্টি করে আসছে নাছির উদ্দিন প্রামানিক।
আরও পড়ুন:গভ. মুসলিম হাই স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ,ইস্কন নিষিদ্ধের দাবি
এই ঘটনায় পৈত্রিক সূত্রে বসবাসের জন্য পাওয়া জায়গায় পুনরুদ্ধার ও বাধা প্রদানকারীর শাস্তি দাবি করেন মৃত লছির উদ্দিন প্রামানিকের ছেলে মোজাম্মেল প্রামানিক, মোকছেদ প্রামানিক ও নওসাদ প্রামানিকরা।
এ বিষয়ে প্রতিপক্ষ নাছির উদ্দিন প্রামানিক বলেন, সেখানে নামের ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। ওই স্থানে লছির উদ্দিন প্রামানিকের স্ত্রী আমার বোন গুনঞ্জর বিবি বসবাসের জন্য দিয়েছিলাম পরবর্তীতে বোনের কাছে থেকে তার অংশ আমি কিনে নিয়েছি। ওই জায়গাটা সম্পূর্ণই তার বলে দাবি করেন।