ওমর ফারুক ( নাগেশ্বরী প্রতিনিধি)
কুগিগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সফিকুল ইসলাম মহোদয়ের শেষ কর্মদিবস অদ্য ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকগনের প্রাণবন্ত উপস্থিতিতে অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক, নজরুল গবেষক ও শিল্পী সুব্রত কুমার ভট্রাচার্য। অনুষ্ঠানে অত্র কলেজে তার স্বল্পকালীন সময়ের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন কর্মকান্ডের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন প্রভাষক আজহারুল ইসলাম আলআমিন সহ অনেকেই। বিদায়ী অধ্যক্ষ জনাব মোঃ সফিকুল ইসলাম মহোদয় তার বক্তব্যে চাকুরি জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সর্বশেষ কর্মস্থল নাগেশ্বরী সরকারি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগনের সম্মিলিত সহযোগীতা ও সহমর্মিতার জন্য মঙ্গল কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন:কুড়িগ্রামের নাগেশ্বরী তে জাল ভুমি রেজি: সংক্রান্ত কাগজ তৈরি চক্রের তিন জন গ্রেফতার।
অনুষ্ঠান শেষে বিদায় মুহুত্বে শিক্ষক শিক্ষার্থী ও অধ্যক্ষ মহোদয়ের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, অশ্রুসিক্ত নয়নে শিক্ষক শিক্ষার্থীগন বিদায়ী অধ্যক্ষ জনাব মোঃ সফিকুল ইসলাম মহোদয়ের অনাগত সময়ের জন্য মঙ্গল কামনা করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।