ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)
অদ্য ২৫ নভেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভুমি রেজি: সংক্রান্ত জাল কাগজ পত্র তৈরি চক্রের তিন জন কে জাল কাগজ পত্র তৈরির সরঞ্জাম, বিভিন্ন কর্মকর্তার নামীয় শতাধিক সিল সহ গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
জানা যায়,দীর্ঘদিন থেকে নাগেশ্বরী উপজেলার বি এস সি মোড় এলাকার নুর কম্পিউটার ও জননী কম্পিউটার নামক দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ভুমি রেজি: সংক্রান্ত প্রয়োজনীয় বিভিন্ন কাগজ পত্রাদি ভুয়া সিল মোহর ব্যবহার করে তৈরি করে ভুমি রেজি: করার কাজ চালিয়ে আসছিলো।নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)অতি সম্প্রতি বিষয় টি জানতে পারেন।তিনি গোপনে বিষয় টি পর্যবেক্ষণ করছিলেন।অদ্য দুপুর ২.০০ ঘটিকার সময় তার নিকট দুইজন সেবা গ্রহীতা অনুরুপ কাগজ পত্র সহ গেলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন বি এস সি মোড়ে অবস্থিত নুর কম্পিউটার ও জননী কম্পিউটার এর দোকানে এই ভুয়া কাগজ পত্র তৈরী করা হয়।তাৎক্ষণিক তিনি বিষয়টি নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহিত করেন ও অভিযান পরিচালনা করার জন্য পুলিশ কর্মকর্তা প্রেরণ করার কথা বলেন।তাৎক্ষণিক এস আই আ: রহিম ও দুইজন পুলিশ সহ সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী বি এস সি মোড় এর দোকান দুটিতে অভিযান পরিচালনা করে জাল কাগজ পত্র তৈরি করার উপকরণ সহ উপজেলার বিভিন্ন স্তরের শতাধিক কর্মকর্তার নামীয় সিল উদ্ধার করেন।সে সময়ে দোকান দুটির মালিক মো: আসাদুজ্জামান(৪৩) পিতা জাহের আলী সাং- কবিরাজ পাড়া,ইউনিয়ন – বামনডাংগা,নাগেশ্বরী, মো: হাফিজুর রহমান(৩২) পিতা- হুজুর আলী সাং- তেলিয়ানী, বামন ডাংগা ও দুলাল মিয়া(৫০) খেড়বাড়ি, নাগেশ্বরী কে গ্রেফতার করেন।অপর একজন বদরুল আলম রঞ্জু,পিতা- নুরুল ইসলাম সাং- সাঞ্জুয়ার ভিটা নাগেশ্বরী দৌড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন:সাংবাদিক সম্মাননা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা
উল্লেখ্য – দোকান দুটি থেকে উদ্ধারকৃত নামীয় সিল এর মধ্যে অতি সম্প্রতি বদলী হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম,সহকারী কমিশনার(ভূমি), সম্প্রতি অপসারণ কৃত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,সম্প্রতি অপসারণ কৃত পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু,সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন এর ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম বি বি এস ডাক্তার গণের সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা গণের সিল পাওয়া যায় বলে সহকারী কমিশনার (ভূমি) জানান।
এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ জানান তাদের নিকট থেকে জাল কাগজ পত্র তৈরির কাগজ পত্র,প্রায় শতাধিক সিল,দুই দোকানের কম্পিউটার জব্দ করা হয়েছে।রাত্রি ১১.৩০ ঘটিকায় প্রাপ্ত সর্বশেষ তথ্য মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।