লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
ঠিকানাঃ
পূর্ণ নামঃরোমানা মোর্শেদ কনক চাঁপা।তিনি কনকচাঁপা নামেই বেশি পরিচিত। জন্মঃ১৯৬৯ সালের১১সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানায় জন্মগ্রহণ করেন।পিতাঃ আজিজুল হক মোর্শেদ। মাতাঃ মোমেনা জাহান।পাঁচ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।দুই ভাই তিন বোন।
শিক্ষাঃ
প্রথমে তিনি মাদারটেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন সমাপ্ত করেন।পরে তিনি ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে লেখাপড়া করেন।
সংগীত শিক্ষাঃ
কনকচাঁপা প্রথমে তার পিতার কাছে সংগীতের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।অতপর জনপ্রিয় কণ্ঠশিল্পী বশির আহমেদের কাছে দীর্ঘদিন সংগীত চর্চা করেন।বশির আহমেদের কাছে তিনি মূলত উচ্চাঙ্গ সংগীত,নজরুল সংগীত ও ভারতীয় সংগীতের তালিম গ্রহণ করেন।এছাড়াও তিনি লোকগীতি,আধুনিক গান,চলচ্চিত্রের গান সহ সব ধরনের গানে সমান পারদর্শীতা দেখিয়েছেন।
টেলিভিশনে অভিনয়ঃ
১৯৭৮ সালে কনকচাঁপা প্রথম টেলিভিশনে অভিনয় করেন শিশু গায়িকা হিসেবে।তিনি প্রথম নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হন এবং টানা ৩ বার নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিয়েঃ
কনকচাঁপা ১৯৮৪ সালে সংগীত পরিচালক ও সুরকার মইনুল ইসলাম খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই সন্তান রয়েছে ছেলে ফয়জুল ইসলাম খান ও মেয়ে ফারিয়া ইসলাম খান তারা দুজনেই সঙ্গীতাংজ্ঞনে প্রশিক্ষিত সংগীতশিল্পী।
গানের সংখ্যাঃ
কনকচাঁপা বর্তমান পর্যন্ত তার জীবনে ৩৫০০ টিরও বেশি গান গেয়েছেন এবং প্রায় ২০০০টি সিনেমার গান গেয়েছেন।তার প্রায় ৪০টি সংগীতের এলবাম প্রকাশিত হয়েছে।এছাড়াও তিনি চার হাজারেরও বেশি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছিলেন।
আরও পড়ুন:বিমানবন্দর থেকে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাহিত্য সৃষ্টিঃ
জনপ্রিয় সংগীত শিল্পী কনকচাঁপা একজন দক্ষ ও জনপ্রিয় লেখক।তিনি মোট ছয়টি বই প্রকাশ করেছেন।
(১)স্থবির যাযাবর।(২) মুখোমুখি যোদ্ধা-২০১২ (৩) মেঘের ডানায় চড়ে ২০১৬ (৪) কাটা ঘুড়ি প্রথম খন্ড-২০১৮ (৫) কাটা ঘুড়ি দ্বিতীয় খন্ড-২০১৯ বইয়ে তার আত্মজীবনী লিখেছেন।এছাড়াও তিনি শীর্ষ স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন পোর্টাল গুলিতে অনেক কলাম ও বিভিন্ন সাহিত্য লিখেছেন।
একক এলবামঃ
আমার মনের বাসনা,আবার এসেছি ফিরে, আমার প্রেম, অন্তরের সুখ নাই, চোখের জলে, এই সুন্দর ফুল, দিন যায় কথা থাকে, গান গেয়ে পরিচয়, মনে আগুন জলে, পদ্মপুকুর, কি লিখি তোমায়, প্রেম, ইত্যাদি তার এই এলবাম গুলি ব্যাপক শ্রোতা প্রিয়তা পায়।
সংসদ সদস্য প্রার্থীঃ
যাসাস এর সাংগীত শিল্পী রোমানা মোরশেদ কনকচাঁপা ২০১৭ সালের ২০ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুরস্কার সমূহঃ
তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বাচসাস পুরস্কার। দর্শক ফোরাম পুরস্কার১৯৯৮সন।দর্শক ফোরাম পুরস্কার১৯৯৯সন।প্রযোজক সমিতি পুরস্কার ১৯৯৫সন।মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও অসম্মাননা লাভ করেন।
কনকচাঁপার জনপ্রিয় গানঃ
(১) অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।
(২) যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়েরয়।
(৩) তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভাল
(৪) নীলাঞ্জনা নামে ডেকো না আমায় নীল চোখ লোনা (৫) তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে
(৬) ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায়।
(৭) তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা (৮) আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুয়েছি তোমায়। (৯) অনন্ত প্রেম তুমি তাই দেও আমাকে পিপিসায় ভরা।
(১১) ছোট্ট একটা জীবন নিয়ে কেন পৃথিবীতে আসা।
ইত্যাদি। কনকচাঁপার কন্ঠ থেকে বাংলার মানুষের মুখে মুখে সয়লাভ হয়ে যাওয়া এসব গানের তালিকা অনেক দীর্ঘ।