মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়োথ ম্যাপার্স (পাস্ট চ্যাপ্টার) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২৫ নভেম্বর সোমবার ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ভুগোল ও পরিবেশ বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইয়ুথ ম্যাপার্স একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা জিআইএস (Geographic Information System) এবং ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করা। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন বিশ্বব্যাপী ৪০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। পাবিপ্রবির চ্যাপ্টারটি এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
প্রাথমিকভাবে পাবিপ্রবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক সায়মুন্নাহার রিতু কে উপদেষ্টা করে মোট ২০ সদস্যের কমিটি দেওয়া হয়েছে।এতে সভাপতি হিসেবে আছেন মো: সাব্বির হোসাইন শাহ এবং সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম সজিব, এছাড়াও সহ সভাপতি কাজী আরেফিন জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুল হক তমাল,কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সংগঠক সম্পাদক মোরশেদ আহমেদ রাহাত, জনসংযোগ সম্পাদক ইকবাল হোসেন রাহি, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা,প্রামাণ্য বিষয়ক সম্পাদক নাজিফা আরা করিম, এবং প্রোগ্রাম ও কার্যক্রম সম্পাদক শেখ মাহিন শাহরিয়ার। এছাড়াও দশ জন কার্যকরী সদস্য রয়েছেন,এবং শীঘ্রই নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা ইয়ুথ ম্যাপার্সের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “WE DON’T JUST BUILD MAPS, WE BUILD MAPPERS”। তারা আরও উল্লেখ করেন, পাবিপ্রবি ইয়ুথ ম্যাপার্স স্থানীয় দুর্যোগ প্রস্তুতি, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ভূমিকা রাখবে।
ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রাহিদুল ইসলাম বলেন,”একটা ম্যাপ হাজার শব্দের থেকেও বেশি শক্তিশালী। তাই যেকোন দুর্যোগ কিংবা কোন এলাকা ক্ষতিগ্রস্ত হইলে সেটা ম্যাপিং বা জিওফটোর মাধ্যমে এই সিনারিওটাকে যখন গ্লোবাল কমিউনিটি বা গ্লোবাল প্লাটফর্মে তুলে ধরা হয় তখন এটা হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই আমাদের শিক্ষার্থীরা যে ইয়োথ ম্যাপারের ২৭ তম প্রতিষ্ঠান হিসেবে অংশ নিতে পেরেছে এজন্য সবাইকে ধন্যবাদ দিতে চায়,পাশাপাশি ইয়োথ ম্যাপার পাস্ট চ্যাপ্টার শুধু জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল বিভাগে ছড়িয়ে পড়বে এবং বিশ্ববিদ্যালয়ের লিডিং একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই প্রত্যাশা রাখি।
একই বিভাগের সহযোগী অধ্যাপক সবাইকে ধন্যবাদ জানিয়ে ড. মো: নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ যেহেতু একটা দুর্যোগপূর্ণ দেশ তাই আমাদের করা ম্যাপিং, জিআইএস বা রিমোট সেন্সিং গুলো যে পর্যন্ত আমরা কমিউনিটি লেবেল পর্যন্ত পৌছাতে না পারি সে পর্যন্ত এটা আমাদের কাজে লাগবে না।যুবরাই আগামীর নেতৃত্ব দিবে তাই এই যুবকদের মধ্যেই বিশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যুকদের নেটওয়ার্ক বিল্ডআপ করা এবং একটি স্ট্রং প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিটি লেবেল পর্যন্ত পৌছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ইয়োথ ম্যাপারের পাস্ট চ্যাপ্টারের এ যাত্রা শুভ হোক এটাই চাওয়া।
সংগঠনের উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক সায়মুন্নাহার রিতু বলেন,”আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আনন্দের দিন। ইয়োথ ম্যাপার এমন একটা প্ল্যাটফর্ম যা শুধুমাত্র নিজের টেকনিকাল ক্যাপাসিটি বৃদ্ধি তা না। এটার সাথে আমরা যেমন আমাদের এরিয়ার কথা,দেশের কথা বা লোকাল কমিউনিটির কথা জানতে পারি; তেমনি ইয়োথ ম্যাপারের সাথে সম্পৃক্ততার কারনে তারা নিজেদের টেকনিকাল ক্যাপাসিটি বিল্ডআপ করতে পারবে,নিজেদের লিডারশীপ কুয়ালিটি বৃদ্ধি পাবে এবং গবেষণার আগ্রহ তৈরি হবে। তাই ইয়োথ ম্যাপারের এই পাস্ট চ্যাপ্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্ল্যেখ্য,ইয়ুথ ম্যাপার্সের কার্যক্রমের মধ্যে রয়েছে: কমিউনিটি ম্যাপিং,মানবিক প্রকল্প,ও ওপেন স্ট্রিট ম্যাপ বিষয়ক প্রশিক্ষণ।এ উদ্যোগটি পাবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে এবং তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।