Homeজেলাকোনো চাপাচাপি ছাড়াই দুই টিউবওয়েল দিয়ে অনর্গল উঠছে পানি

কোনো চাপাচাপি ছাড়াই দুই টিউবওয়েল দিয়ে অনর্গল উঠছে পানি

নাজমুস সাকিব, ঝিনাইদহ
কোনো ধরনের বিদ্যুতের ব্যবহার ও চাপাচাপি বাদেই অনর্গল পানি উঠছে দুই টিউবওয়েল থেকে। তাও আবার এক-দুদিন ধরে না কমপক্ষে গত ৫ মাস ধরে। কেউ বলছেন অলৌকিক ঘটনা কেউবা দাবি করছেন আশ্চর্যজনক বলে। এমনই বিরল ঘটনার দেখা মিলেছে ঝিনাইদহের কালীগঞ্জের পারশ্রীরামপুরের পালপাড়ায়।

সরেজমিনে দেখা যায়, গত ৫ মাস ধরে অনর্গল পানি উঠছে ২টি টিউবওয়েল দিয়ে। কোনো রকমের বিদ্যুতের ব্যবহার নেই। দরকার পড়ে না কোনো চাপ দেওয়ারও।


আরও পড়ুন:সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ


পাশের গ্রামের ইদ্রিস আলী জানান, সত্যিই আজব এমন ঘটনার দেখা মিলবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুরের পালপাড়ায় গেলে। আল্লাহর কুদরতের পানি।
অসিত পাল জানান, সবই ভগবানের ইচ্ছে। আমরা সবাই এই পানি দিয়ে গোসল, খাওয়া, রান্না-বান্না করছি। গ্রামের মানুষ খুব খুশি। কারণ কোনো পরিশ্রম ছাড়াই উঠছে পানি। আবার কোনো ব্যয়ও করতে হচ্ছে না। তাড়াহুড়োর সময় যে কেউ এই পানি ব্যবহার করতে পারছে নিজের ইচ্ছায়।
টিউবওয়েলের মালিক অনিল পাল জানান, পালপাড়ায় বর্তমানে ২৫ পরিবার বসবাস করে। যাদের মূল পেশা কুমারের কাজ করা। কেউ কেউ কৃষি পেশার সাথেও যুক্ত আছেন।

তিনি আরও জানান, অতিরিক্ত পানি চলে যাচ্ছে চিত্রা নদীতে। যেখানে বহু স্থানে সুপেয় পানির জন্য হাহাকার চললেও এই গ্রামের মানুষের পানি ব্যবহার করে দিন ভালই পার হয়ে যাচ্ছে। একটি কলের বয়স ১৫ বছর আর নতুন যেটি পোতা হয়েছে তার বয়স ৩ বছর। ১২০ ফুট করে পানির নিচে পাইপ বসানো হয়েছে।

ঝিনাইদহ জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. আকমল হোসেন জানান, পানির লেয়ারের চাপের কারণে এ ঘটনা ঘটছে। যখন পানির চাপ নিচ থেকে কমে আসবে তখন পানি বের হওয়া আস্তে আস্তে কমে আসবে।

সর্বশেষ খবর