Homeজেলা"সেবার ব্রতে চাকরি" লক্ষীপুরে চাকরি পেলেন ৫০ জন, অপেক্ষমান আছেন আরো...

“সেবার ব্রতে চাকরি” লক্ষীপুরে চাকরি পেলেন ৫০ জন, অপেক্ষমান আছেন আরো ০৫ জন

আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপুর

যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুর জেলায় চাকরি পেলেন ৫০ জন এবং অপেক্ষমান ০৫ জন।

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০২৪ এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এবং নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন।

এসময় পুলিশ সুপার জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থীরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচিতদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনমুখী পুলিশিং এর ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে ও পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।


আরও পড়ুন:মান্দার হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার, অভিযান মাছ জব্দ


এসময় উক্ত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহ্ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নোয়াখালী জেলা, জনাব মোঃ রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

সর্বশেষ খবর