Homeজেলামান্দার হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার, অভিযান মাছ জব্দ

মান্দার হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার, অভিযান মাছ জব্দ

ওয়াশিম রাজু, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর মান্দায় হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে অভিযান ও মাছ জব্দ করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হিলনা বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ শাহ আলম মিয়া।

এসময় অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ করেন। এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে মাইকিং করে সকলকে সতর্ক করেন। পরে জব্দকৃত মাছগুলি স্থানীয় সাবাই বাজারে নিলামে ২৮,৫০০ টাকায় বিক্রি করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান, অবৈধ মাছ শিকারের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট জলমহালগুলো সরেজমিনে পরিদর্শন করছি। এসময় অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ করা হয়েছে। এবং অবৈধ মাছ শিকার বন্ধ করতে মাইকিং করে সকলকে সতর্ক করা হয়েছে। সরকারি জলমহালের অবৈধ মাছ শিকার বন্ধ করতে প্রশাসন নিয়মিত অভিযান চালাবে। এর পরেও যদি কেউ অবৈধভাবে মাছ শিকার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মুখলেছুর রহমান কামরুল সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর