Homeজেলাধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটের নয়নাভিরাম আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। ২৪ নভেম্বর রবিবার দুপুরে ইতিহাস ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের উঠে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা শালবনের সৌন্দর্য উপভোগ করেন। পরে তিনি পায়ে হেটে দিঘীর চার পাশ ঘুরে দেখেন।

আরও পড়ুন:শপথ নিলেন সিইসি নাসিরসহ নতুন ৪ নির্বাচন কমিশনার

এসময় প্রধান বন কর্মকর্তার সঙ্গে ছিলেন, বন সংরক্ষক বগুড়া সার্কেল মো. সুবেদার ইসলাম, রাজশাহী উপবন সংরক্ষক মো. রফিকুজ্জামান, পত্নীতলা পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা মো. ফরহাদ জাহান (লিটন), ধামইরহাট বন বিট কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর