Homeজেলাপাবিপ্রবিতে নড়াইল জেলা সমিতির নেতৃত্বে নিলয়-সাজিদ।

পাবিপ্রবিতে নড়াইল জেলা সমিতির নেতৃত্বে নিলয়-সাজিদ।

মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চিত্রা নামে নড়াইল জেলা শিক্ষার্থীদের সংগঠনের ৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বাংলা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মো: নিলয় সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী এস এম সাজিদ। পাবিপ্রবির নড়াইল জেলা ছাত্র কল্যাণ সমিতি চিত্রার সাবেক সভাপতি মো: তাজমুল মুন্সি ও সাবেক সাধারণ সম্পাদক শরিফ তানজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির আরও সদস্যরা হলেন,সহ-সভাপতি:শান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক:মো: ওয়ালিদ হাসান,দপ্তর সম্পাদক:অবনী শিকদার,প্রচার সম্পাদক:জি.এম. লাজিম,কার্যকরী সদস্য:ফজলে রাব্বী ও অনিক কুমার শীল।

কমিটির নবীন সভাপতি নিলয় সরদার বলেন,”পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিঃনস্ত চিত্রা, নড়াইল জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি হিসাবে আমাকে মনোনীত করায় সকল সিনিয়রদের এবং সাবেক সভাপতি মোঃ তাজমুল মুন্সী ভাই ও সাধারণ সম্পাদক শরিফ তানজির আহমেদ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নড়াইল জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সার্বিক সহযোগিতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি নিশ্চিত করা এবং সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য ইনশাআল্লাহ কাজ করবে এ নতুন কমিটি।


আরও পড়ুন:সিটি করপোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো


সাধারণ সম্পাদক এস এম সাজিদ বলেন,”সুলতানের আঁকে, চিত্রার বাকে ,আমরা নড়াইল বাসি। চিত্রা ,পাস্ট স্টুডেন্ট এসোসিয়েশন শুধু আমাদের জেলার উন্নয়নের প্রতীক নয় , আমাদের সাংস্কৃতিক এবং শিক্ষাগত উন্নতির মঞ্চ, সকলের ঐক্যবন্ধনে গড়ে ওঠা একটি প্লাটফর্ম। আমাদের লক্ষ্য প্রতিটি সদস্যের কল্যান, সেবা এবং সকলের মেলবন্ধন। পরিশেষে আন্তরিক শুভেচ্ছা রইলো চিত্রা পরিবারের নবনির্বাচিত সকল সদস্যকে। আমাদের লক্ষ্য অর্জনে চিত্রা পরিবারের সকল সদস্যদের সহযোগিতা একান্ত কাম্য।

সর্বশেষ খবর