Homeজেলাভেদরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ভেদরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি।।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে ভেদরগঞ্জ পৌরসভা নিবাসী আবু তাহের হাওলাদারের পৈত্রিক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠেছে একই উপজেলার রামভদ্রপুর নিবাসী মোস্তফা বেপারী ও আব্বাস বেপারীর বিরুদ্ধে।

আবু তাহের হাওলাদার গংদের রামভদ্রপুর ইউনিয়নের সিংজালা মৌজার ৫৬ নং খতিয়ানের কয়েকটি দাগের ৪.৮৫ একর পৈত্রিক সম্পত্তির মধ্যে থাকা মাছের ঘের দখল করে দখলকারীরা স্থাপনা নির্মাণ করেছেন বলে আবু তাহের হাওলাদারের পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

আবু তাহের হাওলাদার, তার বোন সালমা বেগম ও বিউটি বেগম অভিযোগ করে বলেন, তাদের পিতা মজিদ হাওলাদার এবং মোস্তফা বেপারীর পিতা সিকিম আলী বেপারী ১৯৮৪ সালের পূর্বে আমলজারির মাধ্যমে হিন্দুদের কাছ থেকে ৭একর ২৭শতাংশ জমি ক্রয় করেন। তবে ৭একর ২৭শতাংশ জমির মধ্যে মজিদ হাওলাদার একাই ৬একর ৩৫শতাংশ জমি আমলজারির মাধ্যমে ক্রয় করেন। বাকি ৯২শতাংশ জমি মোস্তফা বেপারীর পিতা ভিন্ন দাগে আমলজারির মাধ্যমে জমি ক্রয় করেন। পরবর্তীতে মজিদ হাওলাদার ৬.৩৫একর জমি আমলজারি দিয়ে ১৯৮৪ সালে দেওয়ানী আদালতে মামলা করে ডিগ্রী লাভ করেন। যাহার দেওয়ানি মামলা নং ৯০/৮৪। কিন্তু ১৯৯২ সালে মাঠ জরিপের সময় ৬.৩৫একর এর স্থলে বিআরএস মাঠ জরিপে ৪.৮৫একর জমি ওঠে। বাকি ১.৫ একর জমি জন্য দেওয়ানী আদালতে মামলা চলমান আছে। আমলজারি ডিগ্রিমূলে এবং বর্তমান মাঠ জরিপ বিআরএস কালীপর্চা সূত্রে মালিক হওয়া সত্তে¡ও মজিদ হাওলাদারের সম্পত্তিতে জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে আবু তাহের হাওলাদার গংরা শরীয়তপুর বিজ্ঞ সিনিয়র সহকারী (ভেদেরগঞ্জ) জজ আদালতে মামলা করলে আদালত ওই জমিতে অন্য কোন পক্ষের প্রবেশাধিকারের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। যাহার দেওয়ানী মোকাদ্দমা নং ৪৮৮/২৪। প্রতিবেশী সালাম খান বলেন, এই জমি তাহের হাওলাদার এর কাছ থেকে বর্গা চাষ করার জন্য আমি নেই। গত ৩৫ বছর ধরে মাছের ঘেরসহ এই জমি তাহের হাওলাদারদের ভোগ দখলে আছে। অভিযুক্ত মোস্তফা বেপারী বলেন, এই জমি আমাদের। বিগত দিনে টাকার অভাবে ঘর উত্তোলন করতে পারি নাই। ওসি সাহেবকে কাগজপত্র দেখাইছি। আমাদের কাগজ ঠিক আছে।

সর্বশেষ খবর