Homeশিক্ষা-শিক্ষাঙ্গনবরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি।।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনার পাশাপাশি বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি এবং সমিতির দীর্ঘ পথচলার গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সমিতির উপদেষ্টা মো. মিরাজ হোসেন বলেন, “বরিশালের বাইরে কোথাও নিজের জেলার কাউকে পেলেই খুব ভাল্লাগে, মনে হয় যে নতুন কোন জায়গায় একজন আপন মানুষ পেলাম। এটা হচ্ছে আমাদের অস্তিত্বের বিষয়, শেকড়ের বিষয়। আমরা যে ডিপার্টমেন্টে পড়ি না কেন, যেখানেই যাই, আমাদের মন নদীর মত বিশাল। আমরা যারা বরিশালের বাইরে আছি, তারাই বরিশালের একেকজন প্রতিনিধিত্বকারী। আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বাইরের মানুষের কাছে তুলে ধরাই আমাদের দায়িত্ব।”

উপদেষ্টাগণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে নবীনদের উৎসাহিত করে বলেন, “বরিশালের ছাত্রদের ঐক্য শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এই সমিতি শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, বরং একে অপরকে সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন নতুনদের অনুপ্রাণিত করবে এবং তাদের শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে। আমরা চাই এই সমিতি আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করুক এবং বরিশাল বিভাগের সুনাম বৃদ্ধি করুক।”

সমিতির সভাপতি রাশেদুল ইসলাম সমিতির প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান কার্যক্রম নিয়ে আলোকপাত করে বলেন, “২০০৯ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের কয়েকজন ভাইয়ের হাত ধরে এই সমিতির যাত্রা শুরু হয়। আজও আমরা সেই ঐতিহ্য বহন করছি। আনন্দের বিষয় হলো, আমাদের এলামনাই সদস্যরা এখনো আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং দিকনির্দেশনা, পরামর্শ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থাকছেন। এই অনুষ্ঠানের সাফল্যের জন্য আমাদের উপদেষ্টা পরিষদ যে সার্বিক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

উল্লেখ্য, নবীনবরণ অনুষ্ঠানে হাড়িভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পিলো পাস এবং র‍্যাফেল ড্র প্রতিযোগিতার এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর