মুহাম্মদ নাছির উদ্দীন লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম -কক্সবাজার হাইওয়ের মাঝামাঝি স্থানে লোহাগাড়া বটতলী শহর অবস্থিত। সমপ্রতি দ্বায়িত্ব নেওয়া লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্যরা ভরাট হওয়া নালা-নর্দমা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বটতৱী কাঁচা বাজার সামনে পরিদর্শনে উপস্থিতি ছিলেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছরওয়ার আকতার, যুগ্ন আহবায়ক আবু তালেব রুবেল, শহীদুল ইসলাম, সদস্য আবছার উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ৷
আরও পড়ুন:নাটোর জেলার গর্ব রাজনীতিবিদ মাদার বক্স।
পরিদর্শন শেষে শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছারওয়ার আকতার জানান, বটতলী শহরে জলাবদ্ধতা নিরসনে শীগ্রই নালাগুলো পরিষ্কারের পাশাপাশির অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও কাঁচা বাজারের পাশে বন্ধ হয়ে যাওয়া গণশৌচাগার পূনরায় চালু করা হবে। এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছ সহযোগিতা কামনা করি।