Homeবিবিধকয়রার মহারাজপুর থেকে হায়াতখালী সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার

কয়রার মহারাজপুর থেকে হায়াতখালী সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার

মোঃ আশরাফুল, কয়রা প্রতিনিধি।।

খুলনা থেকে কয়রা মুল সড়কের পাশে অবস্থিত গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় ,এই বিদ্যালয়ের পূর্ব পাশে কালনা এবং মহারাজপুর গ্রাম । জেলা সদর হতে ১০০ কিমি দূর অবস্থিত মহারাজপুর ইউনিয়নের এই গ্রাম দুটি বহু দিন ধরে অবহেলিত।রাস্তা সংস্কারের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ফেলে রেখেছে কাজ। গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়াতখালী বাজার অভিমুখে সড়কটির সংস্কারের কাজ শুরু হয় ২০২৩ সালে। এক বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই জনপদের মানুষজন।

কয়রা উপজেলা এলজিইডি মাধ্যমে জানা গেছে, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩৭৭৫ মি. সড়ক দীর্ঘদিন সংস্কার না করার কারণে এ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২২-২৩ অর্থবছরে । সড়কটি নতুন করে কার্পেটিং করার জন্য বরাদ্দ হয় ৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৭৪৪ টাকা। ২০২৩ সালের মার্চ মাসের প্রথম দিকে তারা কাজ শুরু করে। কাজের শুরু থেকে রাস্তা খুঁড়ে বালি ও ইটের খোয়া ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজ ফেলে চলে যান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়ক সংস্কারের কাজটি কিলোমিটারের ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারের নামে পুরোনো সড়কটি খুঁড়ে কেবল বালি ইটের খোয়া ফেলে রেখে গেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার কারণে সেসব খোয়াও সরে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে থাকে। বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়েই সড়কটি দিয়ে চলছে।

স্থানীয় গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান বলেন, সড়কটি দিয়ে প্রতিনিয়ত আমাদের উপজেলা সদরে যেতে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। সড়কের বিভিন্ন যায়গায় বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে,যার ফলে প্রতিনিয়ত আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। এ থেকে আমরা দ্রুত সুরহা চাই।

সর্বশেষ খবর