Homeবিবিধদৈনিক বাংলাদেশ বুলেটিন'র ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

দৈনিক বাংলাদেশ বুলেটিন’র ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও সাংবাদিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত আয়োজিত হয়।

১৮ নভেম্বর সোমবার সকাল ১১ টায় নগরীর কাজীর দেউড়িস্থ টাইম স্কয়ার কনভেনশন হলে বনাঢ্য আয়োজনে কেক কেটে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করা হয় দৈনিকটির বর্ষপূর্তি।

এসময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনির সভাপতিত্বে ও সাংবাদিক গিয়াস উদ্দিন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে সাবেক সহ সভাপতি ও সিডিএ’র বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জু জে হোসেন,আয়ান শর্মা,ফেরদৌস শিপন,মো: আজাদ,আরিয়ান লেনিন, ইসমাইল ইমন,নুরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক পেশাজীবীদের অনেকেই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গনমাধ্যম কর্মীদের সকল ভেদাভেদ ভুলে বস্তূনিষ্ট সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে একেঅপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়াতে হবে।

সর্বশেষ খবর