কুড়িগ্রাম প্রতিনিধি
আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা। বাংলাদেশের জাতীয় খেলাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্যবাহি খেলাটি। নীরবে চলে যাওয়া বর্ষ পূর্তিতে কেউ স্মরণ করেনা বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু কে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় শতশত মানুষের ঢল ছিল চোখে পড়ার মত।জনপ্রিয় হা-ডু-ডু খেলার ঐতিহ্য স্মরণে এ খেলার আয়োজন করেছে স্থানীয় যুব সমাজ।
১৬ নভেম্বর শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের স্কুল মোড়ে এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে কাশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হকের সভাপত্বিতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরন কালে প্রধান শিক্ষক জায়দুল হক বলেন,গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে হা-ডু-ডু সহ সকল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই হাডুডু খেলাসহ সকল প্রকার খেলার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
আরও পড়ুন:তিন মাস বিয়ে করা যাবে না, নিষেধাজ্ঞা জারি
এসময় অন্যান্য বক্তারা বলেন,প্রত্যান্ত গ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হা-ডু-ডু খেলাটি ছিল বেশ জনপ্রিয় । আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন বিভিন্ন খেলার চাঁপে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী জাতীয় এই খেলাটি। এখন আর আগের মত হাডুডু খেলা তেমন চোঁখে পড়েনা।