Homeবিবিধছাত্র আন্দোলনে হামলা, গ্রেফতার যুবলীগ নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনে হামলা, গ্রেফতার যুবলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি।।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. সহিদুজ্জামান রাজাকে (৩৯) নামে এক যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সহিদুজ্জামান রাজা ওই ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, গত ৩০ আগস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মো. সহিদুজ্জামান রাজাকে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,প্রাথমিক তদন্তকালে আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বপক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত সমাপ্ত হওয়া না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে বিধায় জামিনের বিরোধিতা করা হয়েছে।

সর্বশেষ খবর