নাজমুস সাকিব, ঝিনাইদহ।।
ঝিনাইদহে আজ সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। স্পার্ক জীমের আয়োজনে সকাল ৮টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শহরের এইচ এস এস সড়ক থেকে শুরু হয়ে বাসা টার্মিনাল ঘুরে ৩ কিলোমিটার দীর্ঘ দৌড়ের পথটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে, যার মধ্যে ১২ বছর বয়সী আহমেদ নুহায়েদ আনসারী জানান, ‘এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে।’
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রায়হান ইসলাম, দ্বিতীয় স্থান পান ইসলাম হোসেন, এবং তৃতীয় হন তমাল রহমান। প্রথম স্থান অধিকারী রায়হান ইসলাম বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ঝিনাইদহে খুব একটা আয়োজন করা হয় না। এমন উদ্যোগ সত্যিই দারুণ। সুস্থ থাকার জন্য এ ধরনের আয়োজন আরো বেশি হওয়া উচিত।’
এ প্রতিযোগিতার আয়োজক ও স্পার্ক জীমের স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম মিন্টু বলেন, ‘সুস্থ শরীরের কোন বিকল্প নেই। সুন্দর স্বাস্থ্য মানে সুন্দর মন, আর শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা নিজের জন্য সময় বের করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চাই। স্বতঃস্ফূর্তভাবে সবাই এতে অংশগ্রহণ করেছে, যা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং আকর্ষণীয়ভাবে এমন আয়োজন করা হবে।’
এ ব্যতিক্রমী আয়োজন শহরের মানুষদের মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।