এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি
ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন’-এ প্রতিপাদ্য নিয়ে আজ মাগুরা জেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় মাগুরা ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা ।
সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারনে হৃদরোগ, স্ট্রোক, কিডনী জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারিরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে
অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান, অধ্যক্ষ মাগুরা মেডিকেল কলেজ , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ মোল্ল্যা, ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন মাগুরা, ডাঃ মোঃ মহসিন উদ্দিন , তত্ত্ববোধক ২৫০ শয্যা হাসপাতাল মাগুরা, মুখ্য বক্তা ডাঃ মোঃ মেহেদী হাসান কনসালট্যান্ট ( মেডিসিন) ২৫০ শয্যা হাসপাতাল প্রমুখ।
আরও পড়ুন:আগে সংস্কার পরে নির্বাচন ড. মুহাম্মদ ইউনূস
দিবসটি উপলক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূিচ শুরু করেছে। জেলা প্রশাসক এ কর্মসূচি উদ্বোধন করেন।