Homeশিক্ষাসময় বাড়লো পাবিপ্রবির ২০২৫ সালের ক্যালেন্ডার ও ডায়েরি ডিজাইনের

সময় বাড়লো পাবিপ্রবির ২০২৫ সালের ক্যালেন্ডার ও ডায়েরি ডিজাইনের

মিকাইল হোসাইন,পাবিপ্রবি প্রতিনিধি।।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ ২০২৫ সালের ক্যালেন্ডার ও ডায়েরির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ডিজাইন আহ্বান করেছে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ডিজাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও প্রকাশনা দপ্তরের সদস্য সচিব মো: বাবুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাথমিকভাবে, ডিজাইন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ নভেম্বর ২০২৪। তবে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমা দেওয়ার সময়সীমা ১৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়েছে। শিক্ষার্থীরা তাদের ডিজাইন নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন: [email protected] অথবা [email protected]

ক্যালেন্ডারের জন্য নির্ধারিত সাইজ হবে ৫.৫ বাই ৮.৫ ইঞ্চি, আর ডায়েরির জন্য ৭.৫ বাই ৫.৫ ইঞ্চি। ডিজাইনে বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম সংযুক্ত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ওই প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাছাইকৃত ডিজাইনারদের জন্য সম্মাননা ও সনদপত্র প্রদান করা হবে। এটি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার পাশাপাশি তাদের ক্যারিয়ারেও সহায়ক ভূমিকা পালন করবে।

শিক্ষার্থীরা তাদের ডিজাইন জমা দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ক্যালেন্ডার ও ডায়েরি তৈরিতে সরাসরি অবদান রাখতে পারবেন।

সর্বশেষ খবর