Homeজেলানাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি।।

অদ্য ১১ নভেম্বর-২০২৪ রোজ সোমবার বিকাল ০৩:০০ ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমীর হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) কতৃক গঠিত নির্বাচন কমিশন এর ডাকে নির্বাচন কমিশনারগণ ও উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির আগামী নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরনে জানা যায় বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) কতৃক গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলার ভিটা উচ্চ বিদ্যালয় নাগেশ্বরী কুড়িগ্রাম মহোদয়ের আহবানে নির্বাচন কমিশনারগণ ও উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষক সমিতির আগামী নির্বাচন বিষয়ে জরুরী আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুল হক নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করেন। উত্থাপিত রোডম্যাপের উপর বিষদ আলোচনায় অংশ নেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। এর মধ্যে প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন ডায়নার পাড় উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বাবলু রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম ইষ্ট রামখানা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম আইডিয়াল উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি সাপখাওয়া উচ্চ বিদ্যালয় সহ অনেকেই বক্তব্য রাখেন। প্রাণবন্ত আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুল হক আগামী ৩১ জানুয়ারী ২০২৫ এর মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) এর নাগেশ্বরী শাখার একটি সুষ্ঠ, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে উপজেলার সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করে মতবিনিময় সভা সমাপ্ত করেন।

সর্বশেষ খবর