Homeবাংলাদেশহিন্দু সম্প্রদায়কে আঘাত করে পাশের দেশ ভারতকে বোঝাতে চায় . .. ...

হিন্দু সম্প্রদায়কে আঘাত করে পাশের দেশ ভারতকে বোঝাতে চায় . .. এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি, জমি ও দোকান দখল করেছে। তা জনগণের বুঝতে বাকি নেই। স্বৈরাচারের দোসরা সব এখনও পালিয়ে যায়নি, তারা দেশেই আছে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করে পাশের দেশ ভারতকে বোঝাতে চায়।
রোববার (১০ নভেম্বর) দুপুরে বাজুস জেলা শাখা কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর হত্যার বিচার দাবিতে এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতারাই বক্তব্য রাখছেন, অতীতে তারা যেমন অত্যাচারী হয়েছে, এখন সব জায়গায় সবখানে সেরকম অত্যাচারিত হচ্ছেন না তারা। মিলেমিশে আছেন, থাকতেছেন এবং ভবিষ্যতেও মিলেমিশে থাকবেন। তাই বর্তমানে আমাদের দায়িত্ব আরও বেশি সজাগ থাকা। দেশটা সবার, দেশ ও দেশের জাতিকে রক্ষা করা সবার দায়িত্ব।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, নায়েবে আমির এ আর হাফিজ উল্যা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য সভাপতি শংকর মজুমদার ও সেক্রেটারি মিলন মন্ডল, বণিক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত আবদুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাজুস জেলা সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন:লক্ষ্মীপুরে জামায়াতের সেক্রেটারী জেনারেল আবু তাহের আওয়ামীলীগ শুধু দেশকে ধ্বংস করেনি গণতন্ত্রকে ধ্বংস করেছে

উল্লেখ যে, গত শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কাজীর দিঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে প্রিতম দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। নিহত হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক।

সর্বশেষ খবর