শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে পূবালী ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ইসলামিক ব্যাংকিং কর্ণারও উদ্বোধন করা হয়।
রবিবার বেলা ৩টায় শেরপুর পৌর শহরের ধুনটমোড়ে পূবালী ব্যাংকের শাখায় বুথটি উদ্বোধন করেন প্রতিষ্ঠনটির বগুড়া অঞ্চলের প্রধান এএসএম রায়হান শামিম।
উদ্বোধনকালে এএসএম রায়হান শামিম বলেন, পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার অংশ হিসেবে প্রায় তিন বছর আগে শেরপুরে এই ব্যাংকের শাখা শুরু করা হয়েছে। ইতি মধ্যে তিন হাজারের অধিক গ্রাহকে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এর সাথে সিআরএম প্রযুক্তি সম্পন্ন এটিএম বুথ গ্রাহকদের সাথে ব্যাংকের সার্বক্ষণিক সেবার দ্বার উন্মোচিত হলো।
আরও পড়ুন:কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পূর্বের ন্যায় বালক উচ্চ বিদ্যালয় ঘোষণার দাবীদে মানববন্ধন
এসময় পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক আবু জাফর মো: রাকিবুল্লা, পূবালী ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির তালুকদার, ব্যাংকের কর্মকর্তাগণ ও অনেক গ্রহক উপস্থিত ছিলেন।