Homeজেলাআগাম জাতের রোপা আমন ধান ভাল ফলনে খুশি কৃষকরা

আগাম জাতের রোপা আমন ধান ভাল ফলনে খুশি কৃষকরা

এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় বিভিন্ন মাঠে আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার ধানের ভাল ফলন পাওয়ায় ও বাজারে নতুন ধানের ভাল দাম থাকায় খুশি কৃষকরা।
চলতি আমন মৌসুমের মাঝামাঝি সময়ে খরার কবলে পড়লেও শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ধানের ভালো ফলনের আশা করছে চাষীরা। তবে আগাম জাতের ধানের ফলন পেয়ে চাষীরা বেশ খুশি। সদর উপজেলায় বালিয়াডাঙ্গা এলাকায় সহ ইউনিয়নের ও উপজেলার অন্যান্য ইউনিয়নে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। চাষীরা আগাম সরিষা রোপণের জন্য তাদের জমিতে আগাম জাতের ধান বিনা-১৭, ব্রি- ব্রি-৭৫,ব্রি-৮৭, ব্রি৯৩- ব্রি- ১০৩ সহ ধান চাষ করেছেন। ইতিমধ্যেই পুরোদমে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আগাম জাতের সব ধান কৃষকের গোলায় উঠবে। আর ধান কাটার পর পরই শুরু হবে গম এবং সরিষা রোপণের ধুম। বালিয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শে তিনি ৩ বিঘা জমিতে আগাম ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। ১০ দিন পরেই তার ধান কাটা শুরু হবে। তিনি আশাতীত ফলন পাবেন বলে আশা করছেন এবং সরিষা চাষের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ও কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির তাকে প্রণোদনার সরিষা বীজ ও সার দেন বলে জানিয়েছেন । একই গ্রামের কৃষক জিবল্লু বলেন, বিনা-৮৭ ও ব্রি- জাতের ধান চাষ করেছি। আগাম ধানের রোগ বালাই কম, দাম পাওয়া যায় ভাল বিশেষ করে ধানের আটি (খড়) চড়া দামে বিক্রি করতে পারি সর্বপরি আগাম গম ও সরিষার চাষ করা যায় ফলে বছরে তিনটি ফসলের জায়গায় চারটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে ।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২৩ হাজার ৭শ’ ১২ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু চাষাবাদ হয়েছে ২৩ হাজার ৭শ’ ৫৭ হেক্টর জমিতে । মাগুরা সদর উপজেলার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আমরা আমন ধানের ভালো ফলনের আশা করছি, তাছাড়া ধান রোপণের সময় সঠিক বয়সের চারা রোপন, লাইন, লগো, পাচিং করায় মাঠে রোগ বালাই নেই বললেই চলে, বিশেষ করে উপজেলায় কোথাও বিপিএইচ এর আক্রমণ লক্ষ্য করা যায়নি।
সরকার নির্ধারিত মূল্যে কৃষকগন সার পাচ্ছেন । সরকারি ভাবে প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ সহায়তা দিয়ে আমন চাষে উৎসাহ প্রদান করা হয়েছে।


আর পড়ুন:রাজশাহীর গর্ব বরেণ্য ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রীয়


মাগুরা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়াছিন আলী জানান,ফসলের রোগবালাই, ইঁদুর নিধন বিষয়ে নিয়মিত মাঠে গিয়ে কৃষক গ্রুপে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের পরামর্শ প্রদান করছেন বলে জানা গেছে।
আগাম আমনের জমিগুলোকে সরিষা প্রণোদনা কর্মসূচি আওতা নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানান।

সর্বশেষ খবর